রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় তিনজন এবং লালবাগে পূর্বশত্রুতার জের ধরে এক তরুণ ছুরিকাঘাতের শিকার হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাতে মোটরসাইকেল ছিনতাই করতে গিয়ে তিন নিরাপত্তাকর্মী ও অাজ (শুক্রবার) সকালে পূর্বশত্রুতার জের ধরে তরুণকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহতদের সকলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহতরা হলেন, মিরপুরে অপু কুমার সরকার (৩০) ও আনিসুর রহমান (৩২), খিলগাঁওয়ে মনির হোসেন (৩২) এবং লালবাগের বাপ্পা (২৫)। ছিনতাইকারীরা এসময় দুইটি মোটরসাইকেল নিয়ে গেছে।
মার্টি নেট সিকিউরিটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম জানান, গভীর রাতে মিরপুর ২ নম্বর সেকশনের ই ব্লকের নোভা রহমান হাউজিং সোসাইটির একটি বাসায় ছিনতাইকারীরা মোটরসাইকেল চুরি করতে এসে গেটের তালা ভাঙার চেষ্টা করে। এসময় নিরাপত্তাকর্মী অপু কুমার সরকার বাধা দিলে তাকে কুপিয়ে আহত করেছে। তার চিৎকারে পাশের বাসার নিরাপত্তাকর্মী অানিসুর রহমান ছুটে অাসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে ভেতরে ঢুকে ছিনতাইকারীরা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
অপরদিকে মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য খিলগাঁওয়ের গোড়ান এলাকার ৬৬ নম্বর বাসায় ভোর ৫টার দিকে তিন ছিনতাইকারী কলাপসিবল গেটের তালা ভেঙে প্রবেশ করার চেষ্টা করে। এসময় নিরাপত্তাকর্মী মনির বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। অাহত মনিরের চিৎকার শুনে সিআইডির এএসপি আফসার উদ্দিন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে অাসেন।
এদিকে আজ সকাল ৯টার দিকে এলাকার ভাঙারি দোকানের কর্মচারী বাপ্পাকে (২৫) বিজিবি ১ নম্বর গেটের পাশেই ওমর ফারুক (২৪) নামের এক তরুণ ছুরিকাঘাত করে। এসময় এলাকাবাসী ও র্যাব-২ এর সদস্যরা ফারুককে হাতে-নাতে আটক করে লালবাগ থানায় হস্তান্তর করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
বিডি প্রতিদিন/৯ মার্চ ২০১৮/হিমেল