৯ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনসংক্রান্ত পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক (বর্তমানে উপপরিচালক) মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন।
দুদকের তৎকালীন সহকারী পরিচালক (বর্তমানে উপপরিচালক) এসএম সাহিদুর রহমান তদন্ত শেষে ২০০৮ সালের ৫ মে এ মামলায় জিয়াসহ ১১ জনকে আসামি করে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন