গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি বাগিয়া এলাকা থেকে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সাইদুর রহমান মন্ডল ওরফে সদু মন্ডল (৫৫)। তিনি বাঘিয়া এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মো: আজহারুল ইসলাম মোল্লা ও স্থানীয়রা জানান, সাইদুর রহমান স্থানীয় ‘মেসার্স মা ব্রিকস’ নামক একটি ইটভাটার ব্যবসায়ীক পার্টনার ছিলেন। শনিবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরেন নি। রবিবার সকালে বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ-পশ্চিম পাশে একটি গর্তে রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় সাইদুরের লাশ পরে থাকতে দেখে এলাকাবাসি পুলিশে খবর দেয়।
জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: মোবারক হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের হাত-পা বাঁধা ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন