মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে। পাশাপাশি মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
রবিবার খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মন্ত্রী এসব কথা বলেন। এতে খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয়, গত এক মাসে খুলনা মহানগর ও জেলায় মাদকের ঘটনায় ১৯৩টি মামলা করেছে পুলিশ। এছাড়া ২৪টি অভিযান পরিচালনা করেছে মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সভায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, খুলনায় মাদকের পাশাপাশি ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকে অনেকে আসক্ত হয়ে পড়ছে। এ অবস্থা থেকে নিরসনে মাদক বিরোধী প্রচারণা জোরদার ও মাদক বেচাকেনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির নিশ্চিতের জোর দাবি জানানো হয়।
বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৮/মাহবুব