নিয়ন্ত্রণে এসেছে মিরপুর ১২ নম্বরের ইয়াসিন আলী মোল্লার বস্তির আগুন। সোমবার সকাল পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কয়েক হাজার ঘর পুরোপুরি পুড়ে গেছে বলে জানা গেছে।
এর আগে ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বস্তির উত্তর দিক থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুক্ষণের মধ্যে তা দক্ষিণ দিকে ছড়িয়ে পড়তে থাকে। আগুনের কারণে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এছাড়া ঘটনাস্থলে যাওয়ার রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের সেখানে পৌঁছাতে সময় লাগে।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর