রাজধানীর যাত্রাবাড়ী থেকে ইয়াবার এক বিশাল চালানসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন আবুল হোসেন হাওলাদারের দুই ছেলে মোঃ নাসির হাওলাদার ও মোঃ বশির হাওলাদার, আব্দুস সাত্তারের ছেলে মোঃ রুবেল হাওলাদার ও শফি হাওলাদারের ছেলে জসিম হাওলাদার।
গত রবিবার বিকেলে যাত্রাবাড়ী থানার ঢাকা-মাওয়া রোডের মুন সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহন ও বিক্রয় কাজে ব্যবহৃত ১ টি কাভার্ডভ্যান ও ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উক্ত বিষয়ে যাত্রাবাড়ী থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত ধারায় মামলা রুজু হয়েছে।
ওয়ারী বিভাগের ডিসি মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশনায় এডিসি (ডেমরা জোন) শাহ ইফতেখার আহমেদের তত্বাবধায়নে সিনিয়র এসি (ডেমরা জোন) ইফতেখায়রুল ইসলামের পূর্ণ সহযোগিতায় ও এসআই মোঃ ওমর ফারুকের নেতৃত্বে উক্ত অভিযানটি পরিচালিত হয়। গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে এই অভিযানকে সফল করেন ওয়ারী বিভাগের সন্মানিত উপ-পুলিশ কমিশনার।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর