গাজীপুরের টঙ্গীর রেলস্টেশন এলাকায় একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক(এসআই)মাহবুব হাসান জানান, টঙ্গীর রেলস্টেশন এলাকায় ভাই ভাই আবাসিক হোটেল থেকে থানায় খবর দেওয়া হয় ওই হোটেলের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে হোটেলে তৃতীয় তলায় তালাবন্ধ একটি কক্ষ থেকে শুক্রবার রাত ১২টার দিকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকের কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন