রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে ঢাকা সফররত চীনের জাতীয় কংগ্রেসের বৈদেশিক সম্পর্ক কমিটির ভাইস চেয়ারম্যান কং কুউয়ান বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুটি জটিল বিষয়। একটি জাতিগত ও নৃতাত্বিক সমস্যা। এ বিষয়ে চীন অবহিত আছে এবং চীনের একটি নিজস্ব পর্যালোচনাও রয়েছে। চীনও চায় এ সমস্যার দ্রুত সমাধান হোক। তবে যেহেতু সমস্যাটা দু’দেশের মধ্যে তাই বাংলাদেশ বা মিয়ানমারকেই এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে, চীন সেটা বিবেচনা করবে’।
সংসদ ভবনে ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়ার সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
কুউয়ান ঢাকায় ৬ সদস্যের চীনের ত্রেয়োদশতম জাতীয় কংগ্রেসের (সিপিপিসিসি) বৈদেশিক সম্পর্ক কমিটির নেতৃত্ব দিচ্ছেন।
ডেপুটি স্পিকার চীনের প্রতিনিধিদলকে স্বাগত জানান। এসময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। এসময় বাংলাদেশের মানুষ অতিথিপরায়নতার প্রশংসা করে কুউয়ান বলেন, আমাদের দেশের চেতনাকে বাংলাদেশের কাছে তুলে ধরার জন্য এসেছি। এখানে চলমান উন্নয়নের বিভিন্ন দিক দেখে আমরা মুগ্ধ হয়েছি। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখার জন্য চীন বাণিজ্য সম্প্রসারণসহ যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি,নানা খাতে সহযোগিতা আরো বৃদ্ধি করতে চায়।
এসময় দু’ দেশের পার্লামেন্ট এবং সরকারের মধ্যকার সম্পর্ক আরো দৃঢ় হওয়ার আশবাদ ব্যক্ত করে তিনি বলেন, দু’দেশের মধ্যে সংসদীয় প্রতিনিধিদলের মধ্যে সফর বিনিময়ের বিষয়ে চীন আগ্রহী। তিনি আরো বলেন, চীন বাংলাদেশের সরকার এবং জনগণকে পছন্দ করে এবং যে কোন সহযোগিতায় চীন বাংলাদেশের পাশে থাকবে বলে জানান এই চীনা প্রতিনিধি। এসময় বিষয়ে ডেপুটি স্পিকার রোহিঙ্গা ইস্যুতে প্রতিনিধি দলের দৃষ্টি আকর্ষণ করেন এবং কফি আনানের সুপারিশের বিষয়ে চীনা প্রতিনিধি দলকে অবহিত করেন। তিনি বলেন, সমস্যাটিকে এখন আর শুধু দ্বিপাক্ষিক নয়, একটি আন্তর্জাতিক সমস্যাও বটে। জবাবে কুউয়ান দেশে ফিরে বিষয়টি সরকারের কাছে তুলে ধরবেন বলেও আশ্বাস দেন তিনি।
সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আব্দুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন