বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় গুলশান-২ এ গোলচত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার সময় গুলশান থানা পুলিশ হাবিব উন নবী খান সোহেলকে গুলশান-২ নম্বর গোল চক্কর থেকে আটক করে নিয়ে যায়।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব