বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি হাবীব-উন-নবী খান সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার বিকেলে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট এএইচ তোয়াহা তাকে পাঁচদিনের রিমান্ড দেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ নম্বর থেকে সোহেলকে গ্রেফতার করে পুলিশ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন