সড়ক আইন সংশোধন করে পঞ্চম শ্রেণিতেই লাইসেন্স, মামলা জামিনযোগ্য করাসহ ৮ দফা দাবিতে আজ রবিবার সকাল থেকে সারা দেশে ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়ছে জনসাধারণ। বাস-সিএনজি-প্রাইভেটকার কিছুই চলতে দেয়া হচ্ছে না। তাই অফিস যাত্রীদের বাধ্য হয়ে রিকশা-ভ্যানে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে। সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে দিয়েছেন রিকশা-ভ্যানচালকরা।যাত্রীদের অনেকে তাই বাধ্য হয়ে ভাড়া ভাগাভাগি করে নিচ্ছেন।
সংসদে পাসকৃত ‘সড়ক পরিবহন আইন-২০১৮’-এর বিভিন্ন ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। শনিবার বিকালে সংগঠনটির সভাপতি ওয়াজিউদ্দিন খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলা শ্রমিক সমাবেশ থেকেও এ ঘোষণা দেওয়া হয়।
শ্রমিক ফেডারেশনের দাবি, সড়ক পরিবহন আইনে শ্রমিক স্বার্থ রক্ষা ও পরিপন্থী উভয় ধারা রয়েছে। এ ছাড়া সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে গণ্য না করে, অপরাধ হিসেবে গণ্য করে আইন পাস করা হয়েছে। আইনে শ্রমিকরা সড়ক দুর্ঘটনা মামলায় অপরাধী হয়ে ফাঁসির ঝুঁকিতে রয়েছে। এমনি অনিশ্চিত ও আতঙ্কগ্রস্ত হয়ে পেশায় দায়িত্ব পালন করা শ্রমিকদের পক্ষে সম্ভব হচ্ছে না। সমাবেশে পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে আট দফা দাবি তুলে ধরা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা