একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) থেকে নির্বাচনী সরঞ্জাম এসে পৌঁছেছে চট্টগ্রামে। তফসিল ঘোষণার পরে নির্বাচনী সরঞ্জাম আসার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে আরও তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার নগরীর লাভ লেনের আঞ্চলিক নির্বাচন অফিসারের কার্যালয়ে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার মনোনয়ন পত্রসহ প্রয়োজনীয় কাগজ-পত্র এসেছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থী হতে আগ্রহীরা নির্বাচন অফিস থেকে ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
চট্টগ্রাম নির্বাচন কার্যালয়ে আঞ্চলিক কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ইসি থেকে নির্বাচনী সরঞ্জাম এসে পৌঁছেছে। মনোনয়ন পত্র, ফরম পূরণের নির্দেশিকা, প্রার্থীর নির্বাচনী ব্যয়ের রিটার্ন, হলফনামা, নির্বাচন আচরণ বিধিমালাসহ নির্বাচনী প্রয়োজনীয় কাগজপত্র এসেছে। নির্বাচন অফিসারের কার্যালয় ছাড়াও বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকেও মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। নির্বাচনে আগ্রহী ব্যক্তিরা রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। ২২ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২৯ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে।
এদিকে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাচনে আগ্রহী বিভিন্ন আসনের প্রার্থীর প্রতিনিধিরা নানা তথ্য জানতে জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসে ভিড় শুরু করেছেন। এতে নির্বাচন ঘিরে তৎপর ও সরগরম হয়ে উঠেছে নির্বাচন অফিস।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন