পরকীয়ার জেরে রংপুরে বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আওয়ামী লীগ নেতা রথীশ চন্দ্র ভৌমিক হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলাম মাস্টার মারা গেছেন।
অসুস্থ হয়ে পড়লে শনিবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এর মিনিট দশেক পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রংপুর কারাগারের জেলার আমজাদ হোসেন ডন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডায়াবেটিস ও হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত ছিলেন কামরুল।
উল্লেখ্য, নগরীর তাজহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন কামরুল। একই স্কুলে শিক্ষকতা করতেন নিহত রথীশ ভৌমিকের স্ত্রী স্নিগ্ধা সরকার দীপা। চলতি বছরের ২৯ মার্চ রাতে পরকীয়া প্রেমের জেরে আইনজীবী রথীশ ভৌমিককে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করেন স্ত্রী সিগ্ধা ও প্রেমিক কামরুল। আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তারা।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর, ২০১৮/মাহবুব