টাঙ্গাইলের ঘাটাইলে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র, ৬৫ রাউন্ডগুলি, ৪টি ম্যাগজিন ও ৪শ’ বোতল ফেনসিডিলসহ রাসেল মিয়া (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত বারটার দিকে ঘাটাইল পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় । রাসেল ওই এলাকার মৃত খোরশেদ আলী ওরফে খসরু মিয়ার ছেলে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকার চেয়ারম্যান আবাসিক এলাকায় এক বিশেষ অভিযান চালানো হয়। এ সময় রাসেল মিয়ার চারতলা বাসার দ্বিতীয়তলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে তার দেহ তল্লাশি করে একটি অটো পিস্তল উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে বাসায় তল্লাশি চালিয়ে একটি রিভলবার, একটি পিস্তলের যন্ত্রাংশ, ৬৫ রাউন্ড তাজা গুলি, ৪টি ম্যাগজিন ও বস্তায় ভর্তি ৪শ‘ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যোগ করেন তিনি।
এ ব্যাপরে অস্ত্র ও মাদক আইনে রাসেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় আরও ৫টি মামলা রয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/কালাম