জাতীয় নির্বাচনের আগে জ্বালানি ও বিদ্যুৎ খাতে অনিয়ম, দুর্নীতি, প্রাণ-প্রকৃতি বিনাশী প্রকল্পসমূহ বন্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবনের জন্য বৈশ্বিক সংহতি দিবস পালন উপলক্ষ্যে বরিশাল জেলা তেল-গ্যাস-খনিজ-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরে এই কর্মসূচি পালিত হয়।
সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এ.কে আজাদ, জেলা গণসংহতি আন্দোলনের সভাপতি আহ্বায়ক দেওয়ান আ. রশিদ নিলু, জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী ও সুজয় বিশ্বাস প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ প্রকল্প ভয়ঙ্কর সর্বনাশা প্রকল্প। এই প্রকল্প দেশের বর্তমান ও ভবিষ্যতের কোটি কোটি মানুষের জন্য একটি জীবন-মরণ প্রশ্ন। এ কারণে জাতীয় নির্বাচনের আগেই বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ও প্রাণবৈচিত্রের অতুলনীয় সুন্দরবন রক্ষা এবং দেশের প্রাণ প্রকৃতি ধ্বংসকারী সকল প্রকল্প বন্ধ করতে হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের অশ্বিনী কুমার হল চত্ত্বরে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর ২০১৮/হিমেল