আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কোচিং সেন্টার বন্ধে বরিশালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা, ব্যাংলাদেশ ব্যাংক ভবনের দক্ষিণ পাশে এবং বগুড়া রোডের পেশকার বাড়ি এলাকায় একাধিক কোচিং সেন্টারে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে সামনের দরজা আটকে ভেতরে কোচিং কার্যক্রম, আবার কোথাও মেডিকেল কোচিংয়ের নামে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের কোচিং করানোর সময় হাতেনাতে ধরে ফেলেন ভ্রাম্যমাণ আদালত। প্রথম দিনের অভিযানে সবগুলো কোচিং সেন্টার কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে আগামী ১ মাস কোচিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিভাবকদেরও আগামী ১ মাস তাদের সন্তানদের কোচিং সেন্টারে না নিয়ে যাওয়ার অনুরোধ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এদিকে অনেকেরই ধারণা, এসএসসি পরীক্ষার কারণে শুধুমাত্র এসএসসি পর্যায়ের কোচিং বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। তবে এ বিষয়ে বিভ্রান্তি দূর করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী জানান, সরকারি ঘোষণায় নির্দিস্ট কোন কোচিং সেন্টার নয়, সকল কোচিং সেন্টার একমাস বন্ধের নির্দেশনা রয়েছে। তিনি জানান, আগামী ১ মাস সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে এবং এই নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার