এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে মাঠে সক্রিয় রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও ঢাকা কমিটির সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী ডা. আহমেদ সাজেদুল হক রুবেল। তিনি রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সভা ও সচেতন নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।
নির্বাচনী এলাকাভিত্তিক প্রচরণারও প্রস্তুতি নিচ্ছেন মেয়র পদে কাস্তে মার্কা ভোট প্রত্যাশী সাবেক ছাত্র নেতা ডা. রুবেল।
এদিকে, আসন্ন নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি হিসেবে রবিবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে কর্মী সভা করেছে সিপিবি’র ঢাকা কমিটি। এতে নির্বাচনের প্রস্তুতি ও জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য দেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
সিপিবি ঢাকা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে ওই কর্মী সভায় বক্তব্য দেন মেয়র প্রার্থী ডা. আহমেদ সাজেদুল হক রুবেল।
ওই সভায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, একাদশ সংসদ নির্বাচনের নামে সরকার মধ্যরাতে নির্লজ্জভাবে ভোট চুরি করেছে। তবে নির্বাচনে নৈতিক বিজয় আমরা পেয়েছি, সেটা সরকার ছিনতাই করতে পারেনি।
নির্বাচন পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রের আমন্ত্রণ প্রসঙ্গে সিপিবি সভাপতি বলেন, প্রধানমন্ত্রী চায়ের দাওয়াত দিয়েছেন বটে, কিন্তু সে দাওয়াতে যাবে না কমিউনিস্ট পার্টি।
মেয়র প্রার্থী ডা. আহমেদ সাজেদুল হক রুবেল বলেন, নগর উন্নয়নের নামে লুটপাট চলছে। সত্যিকার অর্থে যানজটের সমাধান আদৌ হবে কিনা, তা নিয়ে জনগণের যথেষ্ট সন্দেহ আছে। মেট্টোরেল ও ফ্লাইওভার দিয়ে আগামী ৫ বছরে যানজটের সমাধান হবে না। একটু বৃষ্টি হলেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক পানিতে ডুবে যায়। ঢাকার খাল ও বিল দখল হয়ে আছে। নগরবাসীকে প্রকৃত নাগরিক সেবা দিতে হলে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বামপন্থীদের মেয়র হিসেবে প্রয়োজন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম