কুমিল্লা-৬ সদর আসন থেকে পর পর তিনবার নির্বাচিত সংসদ সদস্য কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সন্ধ্যায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর রুহুল আমীন ভুইয়ার সভাপতিত্বে বিশাল এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.এমরান কবির চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নগরবাসী উপস্থিত ছিলেন।
এমপি বাহারকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও ধানের শীষ নিয়ে নির্বাচিত হওয়া কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৯/মাহবুব