নারায়ণগঞ্জ শহরের দেওভোগে আলমগীর হোসেন (৩০) নামে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার রাতে দেওভোগ পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ভাতিজা শাকিল ওই এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।
নিহত আলমগীর দেওভোগ মাদ্রাসা এলাকার নুরু মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। সে মুন্সিগঞ্জের দশলং এলাকার লাল মিয়ার ছেলে সে।
ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন