স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সিভিল সার্জনের দপ্তরে নিয়োগের দাবিতে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েকশ' নিয়োগপ্রত্যাশী।
সোমবার সকাল থেকে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। নিয়োগপ্রত্যাশী বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবস্থান কর্মসূচি থেকে সরবেন না।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৯/মাহবুব