রাজধানীর কুড়িলে সড়ক দুর্ঘটনায় বুলবুল হোসেন (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সাগর (২০) কামরুল (২২) নামের আরও দু'জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মওগাপাড়া গ্রামে রজব আলীর ছেলে।
খিলক্ষেত থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. শাহজাহান কবির বলেন, একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে রাস্তায় পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটোরিকশার নিচ থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করি। পরে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন।
এএসআই শাহজাহান আরও বলেন, কিভাবে এ দুর্ঘটনা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে জানার চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৯/মাহবুব