বরিশাল জেলা প্রশাসকের মহাফেজ খানায় অবৈধ প্রবেশ করে সরকারি কাজে বাধা সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই অর্থ দণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মো. মোয়াজ্জেম হোসেন নামে এক ব্যক্তি জেলা প্রশাসকের সংরক্ষিত এলাকা মহাফেজ খানায় অবৈধ প্রবেশ করে সরকারি কাজে নানাভাবে বাধার সৃষ্টি করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। মোয়াজ্জেম হোসেন সংরক্ষিত এলাকায় অবৈধ প্রবেশর কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫শ’ টাকা জরিমানা করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন