সিদ্ধিরগঞ্জ থেকে ২১০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র্যাব-১০। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী কলেজ পাড়া ও গোদনাইল নয়াপাড়া গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট ও ১১ টি মোবাইলসহ ঐ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. হেলাল উদ্দিন (৪৪), এম এম স্বপন ওরফে মিন্টু (৪৮) এবং হুমায়ুন কবির (৩৫)।
র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। এবং বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য বহন করায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে মঙ্গলবার সকালে র্যাব-১০ আটককৃত আসামিদের সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করে। র্যাব-১০এর দেয়া অভিযোগপত্রে দেখা যায় আটকৃতদের মধ্যে এম এ স্বপন ওরফে মিন্টু তার পিতার নামের স্থানে ছেলের নাম দিয়েছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় র্যাবের দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক গাজি শামীম জানায়, স্বপন ভবিষ্যতে নিজেকে বাঁচাতে তার পিতার নামের স্থানে ছেলের নাম ব্যবহার করেছে। সে পুলিশের কাছে তথ্য গোপন করেছে।
অপরদিকে সোমবার রাতে কদম তলী এলাকা থেকে মাদক ব্যবসায়ি মিন্টু র্যাবের হাতে আটক হওয়ায় এলাকার মানুষ স্বস্তি পেয়েছে বলে জানায় স্থানীয়রা। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন এলাকাবাসী জানায়, মিন্টু নিজেকে কখনও সাংবাদিক, আবার কখনও পুলিশের লোক বলে পরিচয় দিতো। আবার কখনও সে পুলিশের সোর্সেরও পরিচয় দিতো। এসব পরিচয় দিয়ে সে এলকায় বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়াতো বলে অভিযোগ পাওয়া গেছে। তাই এলাবাসী প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে মিন্টু যাতে এলাকায় এধরনের অপকর্ম আর না করতে পারে।
বিডি প্রতিদিন/হিমেল