বরিশালে উপজেলা প্রর্যায়ে তৃণমূল নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ৩ দিনব্যাপী বস্ত্র ও কুটির শিল্প পণ্য মেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয় এবং এসোসিয়েশন ফর রাইটস্ এন্ড পিচ (এআরপি) আয়োজিত ৩ দিনব্যাপী বস্ত্র ও কুটির শিল্প পণ্য মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগমের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি’র পরিচালক আখতার হোসেন, মহানগর সুজন সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, মহিলা পরিষদ সাধারন সম্পাদক পুষ্প রানী চক্রবর্তী, শুভংকর চক্রবর্তী, সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর কহিনুর বেগম এবং এআরপি কনসালটেন্ট মো, সিহাব উদ্দিন সিকদার। উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল নগরীতে নারীদের জন্য একটি পৃথক মার্কেট নির্মাণের দাবী তোলেন নারী উদ্যোক্তারা।
উদ্বোধন ঘোষণা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অশ্বিনী কুমার হলে বস্ত্র ও কুটির শিল্প পণ্য মেলায় তৃণমূল প্রর্যায়ের নারী উদ্যোক্তাদের ২০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ৩১ জানুয়ারি মেলার সমাপ্তি অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার