রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে খবর সংগ্রহ করতে গিয়ে একটি বেসরকারি টেলিভিশনের দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে সেই হামলার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, 'বুম' হাতে থাকা একজন সাংবাদিককে ধাক্কা-ধাক্কি দিচ্ছেন গেঞ্জি পরিহিত এক যুবক। এবং সাংবাদিককে সেখান থেকে চলে যেতে বলছেন। এরপর ধাক্কা-ধাক্কি দিয়ে ঠেলে তাকে গাড়িতে তুলে দেন।
জানা গেছে, অনিয়মের খবর পেয়ে মঙ্গলবার রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান আরটিভির প্রতিবেদক সোহেল রানা ও ক্যামেরাম্যান নাজমুল হোসেন সায়মন। এ সময় অনিয়মের ভিডিও ধারণ করতে গেলে হাসপাতালের কর্মীদের হামলার শিকার হন তারা।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকদের ওপর হামলার দৃশ্য ভাইরাল হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। একই সঙ্গে ডাক্তারদের পক্ষ নিয়ে যারা সাংবাদিকদের সাথে এমন আচরণ করেছে তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন তারা। এছাড়া আরও অনেক রকম মন্তব্য করছেন নেটিজেনরা।
রাহুল দে নামের একজন লিখেছেন, ''সাংবাদিক ঢুকলে সমস্যা কি? চোরের মার বড় গলা। একদিকে ডাক্তার থাকবে না, অন্যদিকে সন্ত্রাসী লিলিয়ে দিবে।''
আরেকজন লিখেছেন, ''হাসপাতালে মানুষ চিকিৎসা নিবে, সেখানেও দুর্নীতি। আর সেই দুর্নীতির সংবাদ প্রচার করতে গেলেও সেখানে সন্ত্রাসী, মানুষ কিভাবে সঠিক বিচারটা পাবে?''
ই. ইসলাম নামের একজন লিখেছেন, ''সাংবাদিকদের লাঞ্ছিত করার অপরাধে আইনগত কঠোর ব্যবস্থার দাবী জানাচ্ছি , অবিলম্বে ওই লোকটিকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।''
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৯/মাহবুব