কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক হিসেবে সোমবার যোগদান করেছেন কৃষিবিদ মীর নুরুল আলম। এর আগে তিনি এই অধিদফতরের উদ্ভিদ সংগনিরোধ উইং-এর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
মীর নুরুল আলম ১৯৮৫ সালের ১ জানুয়ারি বিষয়বস্তু কর্মকর্তা হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদফতরে যোগদান করেন। পরবর্তীতে তিনি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
বিসিএস (কৃষি) ক্যাডারের ১৯৮৩ ব্যাচের এই কর্মকর্তা জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির মহাপরিচালক ছিলেন। সে সময় মীর নুরুল আলম জাতীয় কৃষি গবেষণা সিস্টেমভুক্ত বিজ্ঞানীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স কারিকুলাম প্রণয়ন করেন।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৯/মাহবুব