রাজধানীর বাণিজ্যমেলা কেন্দ্রিক ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যাব সদস্যরা। আটকরা হলেন- মো. মেহেদী হাসান (২২), মো. ফরিদুল (৩০), আসলাম তালুকদার (২৩), মো. শাহআলম শেখ (৩৪), মো. বাবু মিয়া (২৫) ও মো. রুবেল (২০)।
মঙ্গলবার রাতে পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ব পাশের ফুটপাত থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি, চারটি এন্টি কাটার ব্লেড, একটি পেন্সিল কম্পাস, একটি ড্যাগার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-২’র অপারেশন অফিসার এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ব পাশের ফুটপাতে অভিযান চালিয়ে সাহালম শেখ, বাবু মিয়া ও রুবেলকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী চন্দ্রিমা উদ্যান এলাকা থেকে মেহেদী হাসান, ফরিদুল ও আসলাম তালুকদারকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন