রাজধানীর শনির আখড়া এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশা থেকে ১ হাজার ২৩০ পিস ইয়াবা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ইয়াবা বহনের অভিযোগে রনি (৩০) নামের এক যুবককেও আটক করেছে র্যাব-১০।
বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়ায় র্যাবের চেকপোস্টে সিএনজিটি থামিয়ে ইয়াবা উদ্ধারের পর রনিকে আটক করা হয়।
র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক গণমাধ্যমকে জানান, বাগেরহাটের বাসিন্দা রনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল।
বিডি প্রতিদিন/কালাম