রাজধানীর নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে জাল সনদ ও সনদ তৈরির উপকরণসহ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছেন র্যাব সদস্যরা।
রবিবার এক অভিযানে তাদের আটক করা হয় বলে গণমাধ্যমকে জানান র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক।
আটকৃতরা হলেন মোখলেছুর রহমান (৩৭), কামাল হোসেন (৩৮) ও সোহরাব হোসেন (২২)। এ সময় তাদের কাছ থেকে ৫টি জাল সনদ, ১০টি জাল সনদের নমুনা কপি, ২টি কম্পিউটার, ২টি প্রিন্টার, ১টি স্ক্যানারসহ জাল সনদ তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব