উপজেলা পরিষদ নির্বাচনে খুলনার ৯টি উপজেলায় ৩৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে বটিয়াঘাটা উপজেলায় আশরাফুল আলম খান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন কমিশনে এ মনোনয়নপত্র জমা দেন। এছাড়া ৯টি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৬০ জন ও মহিলা ভাইস চোরম্যান পদে ৩৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, খুলনার দাকোপ, দিঘলিয়া ও কয়রা উপজেলায় ৩ জন করে চেয়ারম্যান প্রার্থী, ফুলতলা, পাইকগাছা ও তেরখাদায় ৪ জন করে প্রার্থী, ডুমুরিয়ায় ৫ জন, রূপসায় ৬ জন ও বটিয়াঘাটায় ১ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জানা যায়, বিগত নির্বাচনে খুলনার ৬টি উপজেলায় চেয়ারম্যান পদে জয় পায় আওয়ামী লীগ। এছাড়া ডুমুরিয়া ও পাইকগাছায় বিএনপি এবং কয়রায় জামায়াতের কাছে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীরা পরাজিত হয়।
এবার সবগুলো উপজেলায় জয় ফিরে পেতে মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামরুজ্জামান জামাল বলেন, ২০১৮ সালের সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনেই বিএনপি-জামায়াত প্রার্থীদের 'ভরাডুবি' হয়েছে। উপজেলা নির্বাচনে পরাজয়ের আশংকায় বিএনপি ও জামায়াতের কোনো তৎপরতা নেই। এ অবস্থায় দলের প্রার্থীদের জয় পাওয়াটা অনেক সহজ হবে।
আগামী ৬ মার্চ মনোনয়নপত্র যাচাই বাছাই, ১৩ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ও ১৩ মার্চ প্রতীক বরাদ্দ দেয়া হবে। ৩১ মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম