টঙ্গী থেকে দেশীয় অস্ত্রসহ ১১ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। সোমবার দিবাগত রাত ১১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দুইটি ধারালো ছোরা, দুইটি চাপাতি, একটি ছিনতাইকৃত ট্যাব, বারটি মোবাইল ফোন ও নগদ ১৬ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মুন্সিগঞ্জের মো. আলমগীর (৫০), ময়মনসিংহ সদরের মো. আব্দুল হালিম (৩০), গাজীপুরের কাপাসিয়া মো. খোকন মিয়া (৫০), ব্রাহ্মনবাড়িয়ার মো. অরুন মিয়া (৩৫), শেরপুরের মো. সেন্টু মিয়া (৩৫), টঙ্গীর মুরকুনের মো. আলমগীর (২০), নরসিংদীর মো. রফিক (২৮), টঙ্গীর এরশাদনগর এলাকার মো. শাকিল (২০), ময়মনসিংহের নান্দাইলের মো. নুর আলম (২৪), মুন্সিগঞ্জের মো. বাদশা (১৯), টাঙ্গাইলের মো. বিশাল খান।
র্যাব সূত্রে জানা যায়, একটি ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে টঙ্গী ও আশপাশের এলাকায় সাধারণ পথচারী ও মোটরসাইকেল আরোহীদের অস্ত্র দেখিয়ে বিভিন্নভাবে ভীতি প্রদর্শন করে তাদের নিকট থেকে মোবাইল, টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছে। সোমবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি গ্রহণ করেছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্য ১১ সদস্যকে গ্রেফতার করে।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের র্যাবকে জানিয়েছে- তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী এলাকায় সাধারণ লোকজনকে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শণ করে তাদের মোবাইল, টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে নিয়ে যায়। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
বিডি প্রতিদিন/হিমেল