কিশোরকে খুঁজতে গিয়ে রাজধানীর গুলশান লেকে মিলেছে সাত্তার আলী (৩৫) নামে এক যুবকের মরদেহ। তবে সোহাগ নামের ওই কিশোরের খোঁজ এখনও পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যায় ওই যুবকের মরদেহ বানানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে সোমবার রাত ৯টার দিকে সোহাগ লেকে পড়ে নিখোঁজ হয়। তৎক্ষণিক ফায়ার সার্ভিস ও জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন দিলে ১০টার দিকে উদ্ধারের কাজে নামেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন