রাজধানীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথের শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে নদ্দায় দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এতে শাকিব চৌধুরী তুর্য্য (২৩) নামে নর্থসাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী নিহত ও তার ফুফাতো ভাই ফারদিন খান (২৪) গুরুত্ব আহত হয়েছে।
এছাড়া আজ ভোরে রাজধানীর বংশালের আলুবাজার ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন আব্দুর রহমান (৪০) নামে কার্ভাডভ্যানের হেলপার।
অন্যদিকে আমিনবাজার ভাঙ্গা ব্রিজের কাছে কাঁচামাল বোঝাই পিকআপ ভ্যান উল্টে গেলে চালক মঈনউদ্দীন (৩০) নিহত হন।
বিডি প্রতিদিন/হিমেল