আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদফতর এবং সরকারি-বেসরকারি উন্নয়ন সংগঠনসমূহের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইকবাল আকতার, শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরীসহ বেসরকারী উন্নয়ন সংগঠনসমূহের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, নারীদের প্রতি নির্যাতন বন্ধ করতে হবে এবং নারীদের অর্থনৈতিক ভাবে সাবলম্বী করে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। জনপ্রতিনিধিসহ সকল পর্যায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/ফারজানা