‘সোনালী আঁশের সোনার দেশ, জাতীর পিতার বাংলাদেশ’ শ্লোগান নিয়ে বরিশালে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর সার্কিট হাউজ চত্ত্বর থেকে পাট অধিদফতরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য পাট শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
পরে দিবসের তাৎপর্য তুলে ধরে অশ্বিনী কুমার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল পাট অধিদফতরের মুখ্য পরিদর্শক মো. নওশের আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরে উপ-পরিচালক হরিদাস শিকারী।
বক্তারা পাটের আবাদ এবং পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়ানোর বিষয়ে নানা পরামর্শ দেন।
বিডি প্রতিদিন/ফারজানা