নিখোঁজের দুইদিন রাজধানীর বনানীর লেকে ডুবে যাওয়া কিশোর সোহাগের (১৬) মরদেহ উদ্ধার করেছে সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
বুধবার দুপুর ১টার দিকে কিশোর সোহাগের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে গণমাধ্যমকে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, দু’দিন ধরে অভিযান পরিচালনার পর কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ মার্চ) রাত ১১টার দিকে বনানীর লেকে পড়ে নিখোঁজ হয় সোহাগ। তবে কীভাবে সে লেকের পানিতে পড়ে যায় তা এখনও জানা যায়নি।
তবে স্থানীয়রা জানান, লেকের পাড়ে চোর সন্দেহে সোহাগসহ তিন কিশোরকে ধাওয়া দিলে দৌড়ে পালাতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায় সোহাগ। পরে খবর পেয়ে সেখানে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন