বরিশালে বিভাগীয় পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বিভাগীয় প্রশাসনের উদ্যোগে নগরীর পরেশ সাগর মাঠ কালক্টরেট স্কুল এন্ড কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
পরে স্কুল চত্ত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. খায়রুল আলম শেখের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন, ঝালকাঠীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামসহ অন্যান্যরা।
বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় বরিশাল বিভাগের ৬টি জেলা এবং সিটি করপোরেশন এলাকা থেকে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ৩টি করে মোট ২১টি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে পিরোজপুরের ভান্ডারিয়া বন্দর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে বরিশাল নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয় প্রথম স্থান অধিকার করে।
বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী ৩টি দল আগামী ১০ থেকে ১৮ মার্চের মধ্যে ঢাকায় জাতীয় পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতায় অংশ নেবে। জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ৩টি দল আগামী ২৬ মার্চ ঢাকায় স্বাধীনতা দিবসের মার্চ পাস্টে জাতীয় সঙ্গীত পরিবেশন করবে।
বিডি প্রতিদিন/ফারজানা