বরিশালে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯ টায় নগরীর সদর রোডের আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
এরপর জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস এবং মহানগর আওয়ামী লীগের পক্ষে সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে সকালে দলীয় কার্যালয় চত্বরে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে বিকেল দলীয় কার্যালয় চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া দিনভর সর্বত্র বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচারেরও ব্যবস্থা করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন