বরিশালে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর বান্দ রোডের মেরিন ওয়ার্কশপ মাঠে ফিতা কেটে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে মাসব্যাপী ২১তম আন্তর্জাতিক বানিজ্য মেলার উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। বরিশাল চেম্বারের সভাপতি সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম এবং বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার।
এছাড়া মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) রাসেল আহমেদ এবং কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবারের মেলা দৃস্টিনন্দন করতে প্রবেশ স্থলে সুসজ্জিত গেট, নিরাপত্তার জন্য পুলিশ বক্স, ১টি ওয়াচ টাওয়ার এবং ১টি ফোয়ারা নির্মান করা হয়েছে।
মেলায় বিভিন্ন নামী-দামী কোম্পানীর ৫টি প্যাভেলিয়ান ছাড়াও বিভিন্ন ধরনের ১ শ’ ৮টি স্টল রয়েছে। এছাড়া মেলা প্রাঙ্গনে শিশুদের বিনোদনের জন্য দি রয়েল সার্কাসসহ বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর