রাজধানীতে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। তার নাম সিজান (১৫)।
সিজান পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসেনী দালান এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) কবির উদ্দিন মণ্ডল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাতে এক রিকশা চালক রক্তাক্ত অবস্থায় সিজানকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিজানের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম