পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, নারী জাগলে, জাগবে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদেরকে সকল প্রকার সুযোগ সুবিধা দিয়েছেন, তিনি নারীদেরকে সকল প্রতিবন্ধকতা ভেঙে এগিয়ে যেতে বলেছেন, তাই আজ নারীরা এগিয়ে যাচ্ছে।
শুক্রবার সকালে উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমজাজ বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, তারাব পৌর মেয়র মিসেস হাছিনা গাজী, উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহেদা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজা বেগম, রূপগঞ্জ থানার যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসি আক্তার রিতা, সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, লাভলী মানিক রেখা আক্তার সহ অনেকে। এসময় নারী দিবস উপলক্ষে আয়োজিত উপজেলা অডিটোরিয়াম ভবনে বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন মন্ত্রী।
পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে আনুফা বেগম ও মায়া আক্তার নামে দুই নারীকে নগদ ৫০ হাজার টাকা করে ঋণ দেওয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল