‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার’ স্লোগান নিয়ে বিভাগীয় শহর বরিশালে র্যালি, আলোচনা সভা এবং বুদ্ধিপ্রতিবন্ধী শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহের আয়োজনে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। জেলা প্রশাসকের নেতৃত্বাধীন র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর কালিবাড়ি রোডের সমাজসেবা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সমাজসেবা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, অটিজম একটি মস্তিষ্কজনিত অসুখ। অটিজম আক্রান্ত শিশুদের সামাজিক জীবনে সুস্থভাবে বাঁচার অধিকার রয়েছে। আমাদের সচেতনতাই পারে অটিজম শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক মো. সাব্বির ইমাম, জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মাহমুদ হাসান, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার, বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিডিএ’র প্রধান উপদেষ্টা আনোয়ার জাহিদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু, শাহিনা আক্তার এবং বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষক সিরাজুম মুনির টিটু।
শহর সমাজসেবা কার্যালয়ের সমাজ সেবা কর্মকর্তা জাবির আহমেদ ও সরকারি শিশু পরিবার বালিকা (উত্তর) এর উপ-তত্ত্বাবধায়ক ফারজানা রহমানের সঞ্চালনায় আলোচনা সভার শেষ ভাগে বুদ্ধিপ্রতিবন্ধীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন