খুলনায় আর্মড পুলিশের নায়েক মাহমুদ আলমের বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রান্না করা খাবার নিয়ে ঝগড়ার জের ধরে স্ত্রী জোয়ানা আকতার উষাকে মারধর করলে এ ঘটনা ঘটে।
শনিবার দুপুরে প্রতিবেশীরা সংজ্ঞাহীন অবস্থায় উষাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাদামতলা এলাকার মনিরুল ইসলামের ভাড়া বাসায় থাকতেন মাহমুদ ও তার স্ত্রী।
খানজাহান আলী থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, নিহতের গলায় কামড়ের চিহ্ন রয়েছে। হত্যার কারণ খুঁজে বের করতে মৃতদেহের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নায়েক মাহমুদকে আটক করা হয়েছে।
নিহত উষার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। গত ৬ মাস আগে তাদের বিয়ে হয়। প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। শুক্রবার রাতে রান্না নিয়ে তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে উষাকে মারধরের ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর