সিলেট নগরীর চালিবন্দর এলাকায় ‘তীর জুয়ার’ বিরুদ্ধে অভিযান চালিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। অভিযানকালে জুয়াড়িরা পালিয়ে যায়। তবে জুয়া খেলার বিভিন্ন সামগ্রী উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে এই অভিযান চালান তিনি।
জানা গেছে, চালিবন্দরস্থ ল’ কলেজের পেছনে জেলা পরিষদের মালিকানাধীন জায়গায় টিনের ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে ‘শিলং তীর’ নামক জুয়ার আসর চালিয়ে আসছিল একটি চক্র। খবর পেয়ে বিকেলে অভিযান চালান মেয়র আরিফ। অভিযানকালে জুয়াড়িরা পালিয়ে যায়। তবে জুয়া খেলার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন