রাজধানীর কারওয়ান বাজারে যাত্রীবাহী বিকল্প পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসযাত্রী জরিনা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের মেয়ে বেবী আক্তার (৩০) আহত হয়েছেন।
শনিবার রাত পৌনে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জরিনা বেগমকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান জানান, ফার্মগেটগামী বিকল্প পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন মেট্রোরেলের যন্ত্রসামগ্রীর সাথে সজোরে ধাক্কা লাগে। এতে বাসে থাকা মা-মেয়ে আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মা জরিনা বেগমকে মৃত ঘোষণা করেন। আর আহত বেবী জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
আহত বেবী আক্তার জানান, তাদের বাড়ি কুমিল্লা দাউদকান্দি উপজেলার সরস্বতী গ্রামে। বাবার নাম মৃত হাফিজ উদ্দিন। তারা থাকে মিরপুর ১১ নম্বর সেকশনের পলাশ নগর। ফকিরাপুল আত্মীয় বাসা থেকে বাসে করে তাদের বাসায় ফিরছিলেন। বেবী একটি ঔধষ কোম্পানিতে চাকরি করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার