২৪ এপ্রিল, ২০১৯ ২২:৪৭

সম্পদের নিরাপত্তাহীনতার আশঙ্কায় এরশাদের জিডি

অনলাইন ডেস্ক

সম্পদের নিরাপত্তাহীনতার আশঙ্কায় এরশাদের জিডি

হুসেইন মুহম্মদ এরশাদ

রাজধানীর বনানী থানায় জিডি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। নিজের স্বাক্ষর জাল ও সম্পদের নিরাপত্তাহীনতার আশঙ্কায় তিনি এ জিডি করেন। 

বুধবার দুপুর ২টার দিকে বিরোধীদলীয় নেতার প্রটোকল অফিসার এসআই বাবুল, কনস্টেবল লিজন ও আনসার সদস্য হুমায়ুন এবং তার এক ব্যক্তিগত সহকারী বনানী থানায় জিডিটি করেন। তবে জিডির আবেদনে কারো নাম উল্লেখ করেননি বিরোধীদলীয় নেতা। 

থানায় জিডিটি লিপিবদ্ধ করেন ডিউটি অফিসার গুলশান। জিডি নাম্বার ১৫০২।

জিডিতে হুসেইন মুহম্মদ এরশাদ উল্লেখ করেন, তার বর্তমান ও অবর্তমানে স্বাক্ষর নকল করে পার্টির প্রয়োজনীয় কাগজপত্র, দলের বিভিন্ন পদ পদবী বাগিয়ে নেয়া, ব্যাংক হিসাব জালিয়াতি এবং পারিবারিক সম্পদ, দোকানপাঠ- ব্যবসা-বাণিজ্য হাতিয়ে নেয়া ও আত্মীয়-স্বজনদের জানমাল হুমকির মুখে রয়েছে। এ কারণে তিনি মনে করেন অসুস্থতার সুযোগ নিয়ে কেউ যেন এমন অপরাধ করতে না পারে, সে বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা দরকার।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর