বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) চতুর্থ পরিষদের ৩ জন প্যানেল মেয়র নির্বাচিত হয়েছে। গত ২৩ অক্টোবর চতুর্থ পরিষদের শপথ গ্রহণ এবং ১৪ নভেম্বর প্রথম সাধারণ সভার ৬ মাস পর বৃহস্পতিবার এই প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। নগর ভবনের সভাকক্ষে মেয়র সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় ১, ২ ও ৩ নম্বর প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভায় কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় একমাত্র প্রার্থী ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক গাজী নঈমুল হোসেন লিটু বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিসিসি’র এক নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হন। একইভাবে কোন প্রতিদ্বন্ধি না থাকায় ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা রফিকুল ইসলাম খোকন বিনা প্রতিদ্বন্দ্বীতায় দ্বিতীয় নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হন।
তৃতীয় নম্বর প্যানেল মেয়র নির্বাচনে ৫জন প্রতিদ্বন্দ্বী হওয়ায় প্রকাশ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভায় মেয়র সাদিক আবদুল্লাহ ভোটাধিকার প্রয়োগ করেননি। উপস্থিত সাধারন ও সংরক্ষিত ৩৯জন কাউন্সিলর (৯ নম্বর কাউন্সিলর অনুপস্থিত) ভোট প্রদান করেন। এরমধ্যে ২টি ভোট বাতিল হয়।
প্রদত্ত্ব ভোটে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা সর্বোচ্চ ২৩ ভোট পেয়ে ৩ নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হন। এছাড়া তার প্রতিদ্বন্ধি সংরক্ষিত কাউন্সিলর কহিনুর বেগম ৯ ভোট, রেশমী বেগম ৩ ভোট, গায়েত্রী সরকার পাখি ১ ভোট এবং সালমা আক্তার শীলা ১ ভোট পান।
নির্বাচিত ৩জনই আওয়ামী লীগের। এরমধ্যে ৩ নম্বর প্যানেল মেয়র আয়েশা তৌহিদা লুনা গত জুলাইতে সিটি নির্বাচন চলাকালে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। বিসিসি’র সচিব মো. ইসরাইল হোসেন নির্বাচন পরিচালনা করেন।
২০১৮ সালের ৩০ ই জুলাই বরিশাল সিটি করপোরেশনের ৪র্থ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২২ অক্টোবর প্রধানমন্ত্রী গনভবনে মেয়রকে শপথ বাক্য পাঠ করান। পরদিন ২৩ অক্টোবর মেয়র সহ কাউন্সিলররা দায়িত্বভার গ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/তাফসীর