Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৯ মে, ২০১৯ ২১:২৬
আপডেট : ১৯ মে, ২০১৯ ২১:৩১

ওষুধ কিনে আর বাসায় ফেরা হলো না বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক

ওষুধ কিনে আর বাসায় ফেরা হলো না বৃদ্ধের
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় হামিদ মাস্টার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ওষুধ কিনে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। রবিবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। 

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়। পরিবারের সঙ্গে ডেমরা ইসলামবাগ এলাকায় থাকতো হামিদ। 

নিহতের ছেলে শেখ আহমেদ ইমতিয়াজ জানান, বাবা আগে স্কুলে শিক্ষকতা করতো, এখন কিছুই করেন না।
ওষুধ কিনে বাসায় ফেরার পথে তামিরুল মিল্লাত মাদ্রাসার সামনে সিএনজি ধাক্কায় আহত হন বাবা। এরপর হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

বিডি প্রতিদিন/১৯ মে ২০১৯/আরাফাত


আপনার মন্তব্য