বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
তিনটি করে গাছ লাগানোর আহ্বান রাসিক মেয়রের
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
.jpg)
মহানগরবাসী প্রত্যেককে প্রতিবছর তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার বেলা ১১টায় শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহ্বান জানান মেয়র। রাজশাহী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রত্যেক নাগরিকের প্রতিবছর তিনটি করে গাছ লাগানো উচিত। সবাইকে একটি কাঠ গাছ, একটি ফল গাছ ও একটি ঔষধি গাছের চারা রোপণের আহ্বান জানাচ্ছি। আমাদের নিজেদের জন্য এবং পরিবেশের জন্য প্রতি বছর যদি এভাবে গাছ লাগাতে হবে।
মেয়র বলেন, সিটি করপোরেশনের উদ্যোগে সব স্কুলের শিক্ষার্থীদের ৫০ হাজার গাছের চারা প্রদান করা হবে। শিক্ষার্থীরা তাদের স্কুলের আঙিনা, নিজ বাড়ি অথবা বাড়ির পাশে ফাঁকা জায়গায় এসব চারা রোপণ করবে। চারা রোপণের পর এগুলো দেখভাল করতে হবে। পদ্মা নদীতে ড্রেজিং কাজ চলছে। ড্রেজিং কাজ শেষ হলে অনেক জায়গা পাওয়া যাবে। সেসব জায়গায় অনেক গাছের চারা লাগানোর পরিকল্পনা আছে।
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সদরুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর পরিদর্শক জাহারুল ইসলাম।
আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র খায়রুজ্জামান লিটন।
এরআগে ১১টায় শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তন চত্বরে বেলুন উড়িয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন মেয়র। এরপর একটি কৃষ্ণচূড়া ও একটি বকুলফুল গাছের চারা রোপণ করেন মেয়র।
এই বিভাগের আরও খবর