শিরোনাম
১৮ জুলাই, ২০১৯ ১৬:৪৮

রাজধানীতে ডেঙ্গু জ্বরে ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

অনলাইন ডেস্ক

রাজধানীতে ডেঙ্গু জ্বরে ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

প্রতীকী ছবি

রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৭ জুলাই পর্যন্ত মারা গেছেন পাঁচ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এপ্রিলে ২ জন ও জুনে ২ জনসহ চলতি মাসে একজন ডেঙ্গু জ্বরে মারা গেছেন। ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে পাঁচ হাজার ১৬৬ জন। 

এছাড়া আরো কয়েকজন মৃত ব্যক্তির নমুনা স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব বিভাগ বিভাগ সংগ্রহ করেছে। পরীক্ষা শেষে তাদের মৃত্যুর কারণ ডেঙ্গু হলে এই সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, বিষয়গুলো আমলে নিয়ে আরো সতর্ক হচ্ছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মৃত্যের সংখ্যা বাড়ার বিষয়টি নজরে এসেছে তাদের। তাই আরো এক দফা প্রশিক্ষণের কথা ভাবছেন তারা।

ডেঙ্গু ব্যবস্থাপনায় ন্যাশনাল গাইড লাইন মেনে চিকিৎসা দিলে মৃত্যুর হার নিয়ন্ত্রণে থাকবে বলেই মনে করেন তারা।

বিডি প্রতিদিন/ফারজানা
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর